প্রচ্ছদ বিশেষ খবর করোনায় আরও ২১ জনের মৃত‌্যু, শনাক্ত ২,১১১

করোনায় আরও ২১ জনের মৃত‌্যু, শনাক্ত ২,১১১

0
করোনা ভাইরাসে

করোনায় আরও ২১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৬ হাজার ২৭৫ জনে। এছাড়া, নতুন করে ২ হাজার ১১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জনে।

বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন।

মৃতদের মধ‌্যে পুরুষ ১৪ জন, নারী ৭ জন। ১১৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৯৮টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ লাখ ৮৯ হাজার ৪২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ, আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version