প্রচ্ছদ কর্পোরেট সংবাদ কোটালীপাড়া, গোপালগঞ্জ-এ ১৪০০-এর অধিক কৃষক ও নারীর ক্ষমতায়নে এবি ব্যাংক

কোটালীপাড়া, গোপালগঞ্জ-এ ১৪০০-এর অধিক কৃষক ও নারীর ক্ষমতায়নে এবি ব্যাংক

0
এবি ব্যাংক

এবি ব্যাংক পিএলসি. মহান বিজয় দিবসের প্রাক্কালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় ১২০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। একই অনুষ্ঠানে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বীকরণের লক্ষ্যে ২০০ নারী উদ্যোক্তাগণের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ- “স্মরণে বঙ্গবন্ধু” প্রদান করা হয়।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড)-তে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবি ব্যাংক পিএলসি.-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version