প্রচ্ছদ কর্পোরেট সংবাদ খুলনায় প্রান্তিক কৃষক ও নারী উদ্যোক্তাদের (স্মরণে বঙ্গবন্ধু) ঋণ বিতরণ

খুলনায় প্রান্তিক কৃষক ও নারী উদ্যোক্তাদের (স্মরণে বঙ্গবন্ধু) ঋণ বিতরণ

0
এবি ব্যাংক

এবি ব্যাংক লিমিটেড খুলনা জেলার সদর উপজেলায় ১৫০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। একই অনুষ্ঠানে ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাগণের মাঝে সার্টিফিকেট ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ- স্মরণে বঙ্গবন্ধু প্রদান করা হয়।

খুলনার টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তালুকদার আব্দুল খালেক, সম্মানিত মেয়র, খুলনা সিটি কর্পোরেশন।

এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম. হাসান রেজা, নির্বাহী পরিচালক, খুলনা অফিস, বাংলাদেশ ব্যাংক, জনাব কাজি আমিনুল হক, পরিচালক, দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জনাব এস এম নজরুল ইসলাম, সভাপতি, খুলনা প্রেসক্লাব, কৃষিবিদ জনাব মোহন কুমার ঘোষ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা এবং জনাব মুর্শিদা আকতার রনি, সভাপতি, খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version