প্রচ্ছদ পুঁজিবাজার গত সপ্তাহে লেনদেনের শীর্ষ দশে ছিল যারা

গত সপ্তাহে লেনদেনের শীর্ষ দশে ছিল যারা

0

গত সপ্তাহের  শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ দশে উঠেছে যে কোম্পানিগুলো তার মধ্যে শীর্ষে ছিল লাফার্জ হোলসিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৩১ লাখ ৯১ হাজার ৮৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯০ কোটি ৯৫ লাখ ২৩ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

কেপিসিএল তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৯৯০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৮ কোটি ৪৯ লাখ ৮ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম। কোম্পানিটির ১ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার ৮৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির ১ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৭০ লাখ ৮১ হাজার টাকা।

স্ট্যান্ডার্ড সিরামিক তালিকার পঞ্চম স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ লাখ ৮৭ হাজার ৭২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক ও ন্যাশনাল টিউবস।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version