প্রচ্ছদ বিশেষ খবর গত ৩ মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু আজ: ৩৪ জন

গত ৩ মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু আজ: ৩৪ জন

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। যা গত ৩ মাসেরও বেশি সময়ের মধ্যে এটিই এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৭৯৭ জন।

একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৫৮৭ জন। গত প্রায় ৯ মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্ত। আজসহ টানা তিন দিন ধরে দৈনিক সাড়ে ৩ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে গত ২৩ মার্চ তিন হাজার ৫৫৪ জনের ও ২৪ মার্চ তিন হাজার ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও তিন হাজার ৫৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৮ জন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version