প্রচ্ছদ কর্পোরেট সংবাদ গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ডেইরি, পোল্ট্রি এবং মৎস্য প্রকল্পে কৃষি বিনিয়োগ করছে

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ডেইরি, পোল্ট্রি এবং মৎস্য প্রকল্পে কৃষি বিনিয়োগ করছে

0
গ্লোবাল ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের কৃষি এবং পল্লী বিনিয়োগ নীতিমালার আওতায় কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক ডেইরি, পোল্ট্রি এবং মৎস্য চাষীদের বিনিয়োগ সুবিধা প্রদানে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ক্ষুদ্রবিনিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান সোসাইটি ফর ফ্যামিলী হ্যাপিনেস এন্ড প্রসপারিটি (এফএইচপি) এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং এফএইচপি’র পক্ষে প্রতিষ্ঠানটির সদস্য সচিব কৃষ্ণ চন্দ্র দাশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, ইভিপি ও বিনিয়োগ বিভাগের প্রধান এস এম মিজানুর রহমান এবং এফএইচপি’র আঞ্চলিক ব্যবস্থাপক পলি রাণী দাশ ও সহকারী পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version