প্রচ্ছদ বিশেষ খবর ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

0
ফেরি চলাচল

দেশের দক্ষিনবেঙ্গে যাতায়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে এখনো মাঝ নদীতে ২২টি যানবাহন নিয়ে আটকে রয়েছে একটি রো-রো ফেরি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে রবিবার রাত ১১টার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত একটার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করায় চ্যানেলের বিকল বাতি এবং মার্কিং পয়েন্টের কিছু দেখা যাচ্ছিল না। এতে ফেরি পারাপার বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় তিনটি ফেরি। দেড় ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে কুয়াশায় আবার ফেরি বন্ধ রয়েছে। এতে ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটি এর ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৬টি ফেরি রয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version