প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

জনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

0

জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সূর্য উদয়ের সাথে সাথে ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন। পরে তিনি ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের নিয়ে প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৮ টায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ, পরিচালকবৃন্দসহ সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১০ টায় ব্যাংকের ধানমন্ডি কর্পোরেট শাখায় জাতির পিতার ৪৭ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান, পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, জিয়াউদ্দিন আহমেদ, ও মেশকাত আহমেদ চৌধুরীসহ ডিএমডিবৃন্দ, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান ও অন্যান্য অফিসার সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। ১৫ আগস্টে জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে জনতা ব্যাংক।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version