প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংক এর নিজস্ব ডেভেলপারদের মাধ্যমে উন্নয়নকৃত JB NIKASH SOLUTION এর সাহায্যে...

জনতা ব্যাংক এর নিজস্ব ডেভেলপারদের মাধ্যমে উন্নয়নকৃত JB NIKASH SOLUTION এর সাহায্যে RTGS এর কার্যক্রম শুরু

0
জনতা ব্যাংক

২৪ নভেম্বর ’২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক Real Time Gross Settlement (RTGS)-এর কার্যক্রম বিদ্যমান সফট্ওয়্যারের পরিবর্তে আপগ্রেডেড সফট্ওয়্যারের মাধ্যমে সম্পাদনের প্রেক্ষিতে জনতা ব্যাংক পিএলসি. তার নিজস্ব ডেভেলপারদের মাধ্যমে উন্নয়নকৃত JB NIKASH SOLUTION এর সাহায্যে RTGS এর কার্যক্রম শুরু করেছে।

এ উপলক্ষে জনতা ব্যাংক পিএলসি. এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমান ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সফট্ওয়্যারটি উদ্বোধন করেন এবং উক্ত সফট্ওয়্যারের মাধ্যমে সফলভাবে একটি লেনদেন সম্পন্ন করেন। এ সময় ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। নিজস্ব ডেভেলপারদের দ্বারা সফট্ওয়্যার ডেভেলপের মাধ্যমে একদিকে যেমন আর্থিক ব্যয় সাশ্রয় করা যাবে, তেমনিভাবে RTGS সংক্রান্ত কার্যাদি দ্রুত ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করা যাবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version