প্রচ্ছদ পুঁজিবাজার ডিএসইর বাজার মূলধন টু জিডিপির অনুপাত ১৩ শতাংশ

ডিএসইর বাজার মূলধন টু জিডিপির অনুপাত ১৩ শতাংশ

0
শাজাহান ও শাকিল রিজভী ডিএসইর পরিচালক নির্বাচিত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টট এক্সচেঞ্জ (ডিএসই) ২০১৯ সালে তালিকাভুক্ত সিকিউরিটিজ সমূহের বাজার মূলধন টু জিডিপির অনুপাত ১৩.৩৯ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, ডিএসইর বাজার মূলধন টু জিডিপির অনুপাত পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক কম।যেমন থাইল্যান্ড (এসইটি) বাজার মূলধন টু জিডিপির অনুপাত ১০৬.৫৩ শতাংশ, জাপান এক্সচেঞ্জ গ্রুপ ১১৭.৫২ শতাংশ, মালয়েশিয়া (বুরসা মালয়েশিয়া) ১০৫.৪৫ শতাংশ, ইন্ডিয়া (বিএসই) ৭৩.৪৭ শতাংশ, পাকিস্তান (কেএসআই) ১৬.৫০ শতাংশ, শ্রীলংকা (সিএসই) ১৭.৬৬ শতাংশ, ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ ৭৬.৬০ শতাংশ, সাংহাই স্টক এক্সচেঞ্জ ৩৩.১০ শতাংশ এবং শেনঝেন স্টক এক্সচেঞ্জ ২১.৯১ শতাংশ।

তাই বাজার মূলধন টু জিডিপির অনুপাত বৃদ্ধির জন্য ভালো মৌল ভিত্তি সম্পন্ন কোম্পানির পাশাপাশি নতুন পণ্য তালিকাভুক্ত জরুরী।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version