প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ঢাকার আফতাবনগরে ৫১০টি বৃক্ষের চারা রোপণ করলো স্ট্যান্ডার্ড ব্যাংক

ঢাকার আফতাবনগরে ৫১০টি বৃক্ষের চারা রোপণ করলো স্ট্যান্ডার্ড ব্যাংক

0

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ২২ আগস্ট ২০২২ তারিখে ব্যাংকের গ্রাহক ইস্টার্ন হাউজিং লিিিমটেডের আফতাবনগর প্রজেক্টের এল ব্লকের ১৮ নম্বর সড়কের মিড আইল্যান্ডে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। সবুজায়ন ও পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের নান্দনিকতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া মিলিয়ে সর্বমোট ৫১০টি বৃক্ষের চারা রোপন করা হয়। ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালক (ল্যান্ড) মোঃ আল আমনি, অপারেটিভ ডিরেক্টর মুহাম্মদ মাজহারুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করেন। কর্মসূচির উদ্বোধন শেষে জনাব মাকসুদ জাতীয় শোক দিবস উপলক্ষে সরকার গৃহীত পরিবেশবান্ধব কর্মসূচীকে সাধুবাদ জানান। ইসলামে বৃক্ষরোপণকে একটি উত্তম সাদকা হিসেবে গণ্য করা হয় উল্লেখ করে জনাব মাকসুদ এই সাদকা’র সোয়াব যেন ১৫ আগস্টের শহীদদের আমলনামায় যোগ হয় সেই প্রার্থনা করেন এবং তিনি বলেন “পরিবেশ রক্ষা ও আমাদের স্বাস্থ্য সুরক্ষা সর্বোপরি আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিতকল্পে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রুপ দেওয়া প্রয়োজন”।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version