প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম ঢাকা-কুয়ালালামপুর রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

ঢাকা-কুয়ালালামপুর রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

0

ঢাকা-কুয়ালালামপুর রুটে যাত্রীদের অতিরিক্ত চাহিদা থাকার কারণে ডিসেম্বর মাসে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনা করবে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে সপ্তাহে প্রতিদিন ঢাকা থেকে কুয়ালালামপুরে ইউএস-বাংলা এয়ারলাইনন্সের ফ্লাইট চলছে।

ইউএস-বাংলার পাবলিক রিলেশনস ম্যানেজার মো. কামরুল ইসলাম জানান, অতিরিক্ত তিনটি ফ্লাইট ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর স্থানীয় সময় রাত আটটায় এবং কুয়ালালামপুরে পৌঁছাবে রাত দুইটায়। অন্যদিকে কুয়ালালামপুর থেকে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর রাত তিনটায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর পাঁচটায়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স মোট এগারোটি এয়ারক্রাফট (চারটি বোয়িং, চারটি এটিআর এবং তিনটি ড্যাশ ৮-কিউ) দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন রুটে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল করে আসছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version