প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বিমানের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি

ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বিমানের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি

0
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ৩১ শে অক্টোবর ২০২৪ তারিখ (শীতকালীন সূচি) থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে। এর ফলে ৩১ শে অক্টোবর থেকে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে। বর্তমানে মঙ্গলবার ও শনিবারে ১টি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উক্ত ফ্লাইটের টিকেটসমূহ উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে।

সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সকল সেলস সেন্টার, ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করতে পারবেন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version