প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ঢাকা ব্যাংক লিমিটেডের সহায়তায় ইউসেফ বাংলাদেশ-এ একটি আধুনিক ইলেক্ট্রনিক ল্যাবের উদ্বোধন

ঢাকা ব্যাংক লিমিটেডের সহায়তায় ইউসেফ বাংলাদেশ-এ একটি আধুনিক ইলেক্ট্রনিক ল্যাবের উদ্বোধন

0

গত ১৮ নভেম্বর, ২০১৯ জনাব এমরানুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ব্যাংক লিমিটেড ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউআইএসটি), ঢাকা-এ একটি আধুনিক ইলেক্ট্রনিক ল্যাব উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস. পারভীন মাহমুদ, চেয়ারপারসন, বিওজি, ইউসেফ বাংলাদেশ; জনাব জে এল ভৌমিক, ভাইস চেয়ারম্যান, ইউসেফ বাংলাদেশ বিওজি এবং মিসেস তাহসিনা আহমদ, সভাপতি, ইউআইএসটি ম্যানেজমেন্ট কমিটি ও নির্বাহী পরিচালক, ইউসেফ বাংলাদেশ।

ইউসেফ বাংলাদেশ একটি বেসরকারী সংস্থা। ইউসেফ বাংলাদেশ স্কুল থেকে ঝরে পড়া ছেলেমেয়ে এবং যুবকদের কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এবং দক্ষতা বিকাশের সুযোগ প্রদান করে। ঢাকা ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় ইউসেফ-এ উক্ত আধুনিক ইলেকট্রনিক ল্যাবটি তৈরি করা হয়। সাইন্স এন্ড ইনোভেশন ক্লাব এবং ইলেকট্রনিক ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক এবং ইউসেফর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্ধ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version