গত ১৮ নভেম্বর, ২০১৯ জনাব এমরানুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ব্যাংক লিমিটেড ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউআইএসটি), ঢাকা-এ একটি আধুনিক ইলেক্ট্রনিক ল্যাব উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস. পারভীন মাহমুদ, চেয়ারপারসন, বিওজি, ইউসেফ বাংলাদেশ; জনাব জে এল ভৌমিক, ভাইস চেয়ারম্যান, ইউসেফ বাংলাদেশ বিওজি এবং মিসেস তাহসিনা আহমদ, সভাপতি, ইউআইএসটি ম্যানেজমেন্ট কমিটি ও নির্বাহী পরিচালক, ইউসেফ বাংলাদেশ।
ইউসেফ বাংলাদেশ একটি বেসরকারী সংস্থা। ইউসেফ বাংলাদেশ স্কুল থেকে ঝরে পড়া ছেলেমেয়ে এবং যুবকদের কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এবং দক্ষতা বিকাশের সুযোগ প্রদান করে। ঢাকা ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় ইউসেফ-এ উক্ত আধুনিক ইলেকট্রনিক ল্যাবটি তৈরি করা হয়। সাইন্স এন্ড ইনোভেশন ক্লাব এবং ইলেকট্রনিক ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক এবং ইউসেফর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্ধ।