প্রচ্ছদ কর্পোরেট সংবাদ দেশের বাইরে আর্থিক প্রতিষ্ঠান বা রেমিট্যান্স হাউজের মধ্যে প্রথম ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপন...

দেশের বাইরে আর্থিক প্রতিষ্ঠান বা রেমিট্যান্স হাউজের মধ্যে প্রথম ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপন করলো অগ্রণী এক্সচেঞ্জ হাউজ, সিঙ্গাপুর

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালনের অংশ হিসেবে প্রথম বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করলো অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর। দেশের বাইরে এই প্রথম কোন আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক কর্পোরেট আবহে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়। গত ১৬ মার্চ, ২০২১ বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিঙ্গাপুরে নিযুক্ত মান্যবর হাই কমিশনার জনাব মোঃ তাউহিদুল ইসলাম,এনডিসি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সংযুক্ত ছিলেন বঙ্গবন্ধু কর্ণারের নন্দিত উদ্বাবক অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ শামস্-উল-ইসলাম এবং ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান উপ-মহাব্যবস্থাপক রুবানা পারভীন।

এছাড়া বাংলাদেশ হাই কমিশনের শ্রম উইং এর ১ম সেক্রেটারী জনাব আহম্মেদ হোসেন ভুঁইয়া,সিংগাপুর- বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট মোঃ জহিরুল ইসলাম,সেক্রেটারী এমদাদ হোসেন, বাংলাদেশ চেম্বার সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এম এ রহিম,সেক্রেটারী মোঃ সাব্বির হোসেন, অগ্রণী এক্সচেজ হাউজের পরিচালক এবং সিইও এ এস এম শরীফুল ইসলাম এবং অপারেশন ম্যানেজার নেছার আহমেদ মিশুক সহ বাংলাদেশর রেমিট্যান্স যোদ্ধারা উপস্থিত ছিলেন।

মান্যবর হাই কমিশনার অগ্রণী এক্সচেঞ্জ হাউজ এ ‘বঙ্গবন্ধু কর্ণার ’ স্থাপনের ভূয়সী প্রশংসা করেন এবং এ উদ্যোগের জন্য অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইওকে ধন্যবাদ জানান। তিনি অগ্রণী এক্সচেঞ্জ হাউজের সেবার মানের ধারাবাহিক উন্নতিতে সাধুবাদ জানান। এ সময় এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম দেশের গন্ডি পেরিয়ে প্রবাসে বঙ্গবন্ধুর আদশ ও নীতি ছড়িয়ে দেওয়ার আহবান জানান এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অগ্রণী এক্সচেঞ্জ হাউজের সিইও এবং পরিচালক এ এস এম শরীফুল ইসলাম উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version