প্রচ্ছদ বিশেষ খবর দেশে চিকিৎসকসহ নতুন করে করোনায় আক্রান্ত ৪, মোট ৪৮

দেশে চিকিৎসকসহ নতুন করে করোনায় আক্রান্ত ৪, মোট ৪৮

0

দেশে গত ২৪ ঘণ্টায় দুই চিকিৎসকসহ নতুন করে আরও চারজন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ফলে এ পর্যন্ত বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮-এ।

আজ (২৭ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ফোন এসেছে তিন হাজার ৩২১টি। এই সময়ের মধ্যে ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট এক হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে পরীক্ষা করা ১০৬ জনের নমুনার মধ্যে চার জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তবে এ সময়ে নতুন করে কোন মৃত্যু নেই।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ছিল ৪৪ জন। আর মারা গেছে পাঁচজন। সুস্থ হয়েছেন মোট ১১ জন ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version