চলতি (২০২০-২১) অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার। ফলে বর্তমানে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে। শতকরা হিসেবে যা গত বছরের চেয়ে ৯ শতাংশ বেশি।
সোমবার (১৭ মে) মন্ত্রিসভা বৈঠকে অনানুষ্ঠানিক বক্তব্যে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী। পরে সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
গত অর্থবছরে দেশে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার।
এদিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। আগে যা ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩২৮ কোটি টাকা।