প্রচ্ছদ বিদ্যুৎ ও জ্বালানী দেশে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

দেশে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

0
পিজিসিবির

মঙ্গলবার (১২ এপ্রিল) দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এদিন রাত ৯টায় দেশে রেকর্ড ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল হাসান চৌধুরী বলেন, মঙ্গলবার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ১ মেগাওয়াট। আমরা উৎপাদনও করেছি ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট। এই মুহূর্তে ২২ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করার ক্ষমতা রয়েছে আমাদের। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না বলেও দাবি করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯টায় সর্বোচ্চ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন হয়েছিল। প্রসঙ্গত, গত বছর ২৭ এপ্রিল রাত ৯টায় দেশে রেকর্ড ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট বিদ্যুৎউৎপাদিত হয়েছিল।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version