প্রচ্ছদ পুঁজিবাজার নতুন নিয়মে বড় দরপতন থেকে রক্ষা

নতুন নিয়মে বড় দরপতন থেকে রক্ষা

0

অবশেষে সার্কিট ব্রেকারের নতুন নিয়মে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার। তবে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

প্রসঙ্গত, চলমান তীব্র দরপতনের কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নির্দেশনায় বৃহস্পতিবার ওয়েটেড গড় পদ্ধতিতে শেয়ারের সমন্বিত দর নির্ধারন করে। যার কারণে ওইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় উত্থান হয়েছে। আজ রোববার তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিট দরের ফ্লোর প্রাইস (যে দরের নিচে নামতে পারবে না) গণনায় সংশোধনী এনেছে ডিএসই। যার কারণে আজ সামান্য পতনে শেষ হয়েছে ডিএসইর লেনদেন।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবারের পরিবর্তে আজ ওয়েটেড গড় পদ্ধতিতে শেয়ারের সমন্বিত দর নির্ধারণ করায় উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৩ হাজার ৯৬০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি ২ পয়েন্ট কমে ৯১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৩২১ পয়েন্টে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে ৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, পুঁজিবাজারে বড় দরপতন ঠেকাতে দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময় কমিয়ে আনা হয়েছে। তাই টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version