প্রচ্ছদ বিশেষ খবর নদীতে গোসল করতে নেমে আইডিয়াল কলেজের ৩ শিক্ষার্থী নিখোঁজ

নদীতে গোসল করতে নেমে আইডিয়াল কলেজের ৩ শিক্ষার্থী নিখোঁজ

0

ঢাকার সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অপর এক অসুস্থ শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (২৭ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজ এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখাঁজ হন ওই ৩ শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীরা হলো- সাভারের পশ্চিম ব্যাংক কলোনির আকাশ, আগারগাঁওয়ে ষাট ফুট এলাকার মেহেদি ও তালতলার রাজন।

সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম ফায়েজ জানান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একই শ্রেণির ১২ জন শিক্ষার্থী দেরি করে আসায় কলেজে ঢুকতে না পেরে তারা সাভারের বাসিন্দা এক বন্ধুর (আকাশ) সাথে সাভার এলাকায় বেড়াতে যায়। ১২ জনের মধ্যে ১১ জন নদীতে প্রায় পৌনে এক ঘণ্টা গোসল করে। ওই সময় স্রোতের টানে ৫ জন ভেসে যায়। অন্য ৬ জন কোনো রকমে পাড়ে উঠতে পারে। স্থানীয় লোকজন ভেসে থাকা ৫ জনের মধ্যে দুজনকে উদ্ধার করতে পেরেছে। অন্য ৩ জন এখনো নিখোঁজ রয়েছে। অসুস্থ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version