প্রচ্ছদ বিশেষ খবর নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৪

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৪

0

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইরে ছয়তলার ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শনিবার ভোরে সাব্বির হোসেন (১৫) নামে এ কিশোরের মৃত্যু হয়।

সোমবার রাতে মাসদাইর এলাকায় হাজি ভিলার ছয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণে এক পরিবারের ছয়জন দগ্ধ হন।

চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মামা মো. মিশাল (২৬), মিশালের দেড় বছরের ছেলে মিনহাজ, চাচাত শ্যালক মাহফুজের (১৩) মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সাব্বিরের শরীরের অধিকাংশ পুড়ে গিয়েছিল। ভোরে চিকিৎসাধীন সাব্বিরের মৃত্যু হয়েছে। এখনো ওই ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন নিহত মিশালের স্ত্রী মিতা আক্তার (২৩) ও মেয়ে আফসানা আক্তার (৪)। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণে বাসার দরজা-জানালার কাচ ভেঙে গেছে। আসবাবপত্রসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। ঘটনার পর প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে রান্নার চুলা থেকে গ্যাস জমে থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version