প্রচ্ছদ বিশেষ খবর নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

0

নৌযান শ্রমিকদের ১৫ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে। নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শেখ মো. ওমর ফারুক প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বরিশালে চরমোনাই পীরের মাহফিলে অংশ গ্রহণে সুবিধা এবং শ্রম মন্ত্রণালয় থেকে দাবি মেনে নেয়ার আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। তবে যাত্রীবাহী নৌযান চলাচল করলেও মালবাহী নৌযানে ঘর্মঘট চলবে।

ধর্মঘটের কারণে বুধবার সকাল থেকে সদরঘাটে কোনো লঞ্চ চলাচল করেনি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

১৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, বাংলাদেশ কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বাল্কহেড, ট্রলার শ্রমিক ইউনিয়ন মিলে ঐক্য পরিষদ গঠন করে। গত ২৪ নভেম্বর সংবাদ সম্মেলনে তারা ২৭ নভেম্বর থেকে সারাদেশে লাগাতার ধর্মঘটের ঘোষণা করে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version