প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ন্যাশনাল ব্যাংক লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৬ তম বার্ষিক সাধারণ সভা ৮ আগস্ট, ২০১৯ বৃহস্পতিবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকের চেয়ারম্যান জনাব জয়নুল হক সিকদার। বার্ষিক সাধারণ সভায় ২০১৮ সনের হিসাবের ভিত্তিতে ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

সাধারণ সভায় ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার এমপি, পরিচালকবৃন্দ মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, রন হক সিকদার ও মাবরুর হোসেন, সিকদার ইন্সুরেন্স এর প্রতিনিধি মমতাজুল হক, স্বতন্ত্র পরিচালক মাহবুবুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ, কোম্পানি সচিব ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ.এস.এম. বুলবুল সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভাপতির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান জনাব জয়নুল হক সিকদার শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, আগামীতে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ব্যাংকের সকল কার্যক্রম গতিশীল এবং শক্তিশালী করে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে পর্যাপ্ত ডিভিডেন্ড প্রদানে পরিচালনা পর্ষদ বদ্ধপরিকর।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version