ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন গত ১৪ ও ১৫ জানুয়ারি, ২০২৩ লো মেরিডিয়েন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যাংকের পরিচালক লে. জেনারেল মো. শফিকুর রহমান (অবসরপ্রাপ্ত) ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন এর সভাপতিত্বে ব্যাংকের ২২১টি শাখার ব্যবস্থাপকবৃন্দ, আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। এসময় ২০২২ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা ব্যবস্থাপকদের সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরী। সম্মেলনে অংশগ্রহণকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসারে, অনাদায়ী শ্রেণীকৃত ঋণ আদায়ে ও লক্ষ্যমাত্রা অর্জনে একযোগে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।