প্রচ্ছদ কর্পোরেট সংবাদ পটুয়াখালী জেলার ধুলাসারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পটুয়াখালী জেলার ধুলাসারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

0
এসআইবিএল

উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১২ মার্চ ২০২৩ইং তারিখে পটুয়াখালী জেলার ধুলাসারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ধুলাসার উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক এবং রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, সিআইপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মহিববুর রহমান, এমপি উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ। উক্ত উপশাখাটি ব্যাংকের খেপুপাড়া শাখার অধীনে তাদের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে উপশাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু)। তাছাড়া অনুষ্ঠানে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্য থেকে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব মোতালেব তালুকদার, আলহাজ¦ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক গ্রাহকবান্ধব ব্যাংক। প্রতিষ্ঠার শুরু থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংক গ্রাহকদেরকে আন্তরিকভাবে নিরলস সেবা প্রদান করে আসছে। এই জেলার খেপুপাড়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের একটি শাখা রয়েছে। এই ব্যাংকের প্রতি গ্রাহকদের সবসময় পূর্ণ আস্থা রয়েছে। তাই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা সম্প্রসারণ করে যাচ্ছে। তিনি বলেন, এই উপশাখা চালুর মাধ্যমে অত্র এলাকার ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পাবে।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ মহিববুর রহমান, এমপি বর্তমান সরকারের অধীনে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, পদ্মা সেতু, পায়রা বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্প সর্বোপরি পর্যটনের জন্য পটুয়াখালী অঞ্চল এখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে এজন্য ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, দেশের অর্থনীতিকে আরো বেগবান করা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনয়নের লক্ষ্যেই শাহ্জালাল ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে আমরা শাখা সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন ধরণের ব্যাংকিং সেবা প্রদান করছি। তাছাড়া আমরা নিত্যদিনের আর্থিক সেবা ও পণ্য খুব সহজে পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের দোরগোঁড়ায়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version