প্রচ্ছদ শিল্প বানিজ্য অর্থনীতি পণ্য ‘ক্রয় রশিদ’ দেখতে মাঠে নামছে বাজার মনিটরিং টিম

পণ্য ‘ক্রয় রশিদ’ দেখতে মাঠে নামছে বাজার মনিটরিং টিম

0
সয়াবিন তেলের

পণ্য কেনার ‘ক্রয় রশিদ’ দেখতে মাঠে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম। অভিযান চালিয়েছে রাজধানীর বাজারগুলোতে।

শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালায় মোবাইল টিম। যাচাই করেন খুঁচরা ও পাইকারি বিক্রেতা এবং আড়তদারের পণ্য কেনার পাকা রশিদ আছে কিনা। সেই সাথে তদারকি করা হয়, অযৌক্তিক লাভে পণ্য বিক্রি হচ্ছে কি-না।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, পাকা রশিদ যাচাইয়ের অভিযান, নিয়মিতই চলবে। ‘সঞ্চয় ভুলে ধারে চলা’ ভোক্তাদেরও চাওয়া, অভিযানটা অন্তত হোক, নিয়মিত।

ভোজ্য তেলের বর্তমান বাজার মূল্য:

(০৬ ফ্রেব্রুয়ারি ২০২২ থেকে বর্তমান পর্যন্ত কার্যকর)

মোড়কজাত সয়াবিন: প্রতি লিটার ১৬৮ টাকা (সর্বোচ্চ খুচরা মূল্য)

খোলা সয়াবিন: প্রতি লিটার ১৪৩ টাকা (সর্বোচ্চ খুচরা মূল্য)

খোলা পাম অয়েল: প্রতি লিটার ১৩৩ টাকা (সর্বোচ্চ খুচরা মূল্য)

সয়াবিন (বোতলজাত): ৫ লিটার ৭৯৫ টাকা (সর্বোচ্চ খুচরা মূল্য)

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version