প্রচ্ছদ আবাসন পানি ও বিদ্যুৎ না থাকায় বিজিএমইএ ভবন ভাঙার কাজ বিলম্ব

পানি ও বিদ্যুৎ না থাকায় বিজিএমইএ ভবন ভাঙার কাজ বিলম্ব

0
বিজিএমইএ

বিজিএমইএ ভবন ভাঙার কাজ উদ্বোধন হলেও পূর্ণাঙ্গ ভাঙার কাজ শুরু হচ্ছে না আজও। ভবন ভাঙার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ফোর স্টার লিমিটেডের এক কর্মকর্তা জানান, পানি ও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু করা যাচ্ছে না।

তিনি বলেন, আজ (২৭ জানুয়ারি) ভাঙার কাজ শুরু করার কথা ছিল। তবে পানি ও বিদ্যুৎ সংযোগ পাইনি। আমাদের কিছু যন্ত্র চালানোর জন্য বিদ্যুৎ ও পানির সংযোগ দরকার। তাছাড়া এখানে শ্রমিকরা থাকবে, তাদের জন্য পানি সরবরাহ দরকার। আমরা রাজউকের সঙ্গে এ বিষয় কথা বলবো। পানি ও বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর আমরা ভাঙার কাজ শুরু করবো।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম উপস্থিত থেকে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু করেন। আজ থেকে পুরোদমে ভাঙা শুরু হওয়ার কথা ছিল।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version