প্রচ্ছদ বিদ্যুৎ ও জ্বালানী এলএনজি পায়রায় এলএনজিভিত্তিক ৩৬০০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সিমেন্সের সঙ্গে চুক্তি

পায়রায় এলএনজিভিত্তিক ৩৬০০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সিমেন্সের সঙ্গে চুক্তি

0

প্রধানমন্ত্রীর জার্মানি সফর কালে জার্মানিতে সিমেন্স এজির সঙ্গে যৌথ উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী পটুয়াখালীর পায়রায় এলএনজিভিত্তিক ৩৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে জার্মানির সিমেন্স।

গতকাল (১৫ ফেব্রুয়ারি) শুক্রবার জার্মানি স্থানীয় সময় অনুযায়ী বিকেলে জার্মানির মিউনিখে হোটেল শেরাটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সিমেন্স এজির প্রেসিডেন্ট ও সিইও জোয়ে কাইজা সাক্ষাতের সময় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

৩৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রে ১২০০ মেগাওয়াটের একটি করে মোট তিনটি ইউনিট বসানো হবে। আমদানি করা এলএনজি নির্ভর এই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপিত হলে এটিই হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version