প্রচ্ছদ ব্যাংক-বিমা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের গ্রাহকরা ‘নগদ’-এ টাকা স্থানান্তর করতে পারবেন

প্রাইম ব্যাংকের গ্রাহকরা ‘নগদ’-এ টাকা স্থানান্তর করতে পারবেন

0
Prime Bank

প্রাইম ব্যাংকের গ্রাহকরা এখন ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা অ্যালটিচুড এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে দেশের অন্যতম ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ‘নগদ’ – এ তহবিল স্থানান্তর করতে পারবেন। বুধবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
প্রাইম ব্যাংকের গ্রাহকরা অলটারনেট ব্যাংকিং চ্যানেল যেমন, ইন্টারনেট ব্যাংকিং বা প্রাইম ব্যাংক এর মোবাইল অ্যাপস, ব্যবহারের মাধ্যমে পরিষেবাটি পাবেন।
যে কোনও নগদ অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করতে, গ্রাহকদের প্রাইম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগইন করতে হবে। পরে ট্রান্সফার মেনুতে নগদ ট্রান্সফার সিলেক্ট করতে হবে। এক বা একাধিক নগদ অ্যাকাউন্টে দিনে ৩০,০০০ টাকা পর্যন্ত স্থানান্তর করা যাবে। এই পরিষেবাটি ব্যবহার করে তহবিল স্থানান্তর করতে বা তহবিল গ্রহণে কোনও চার্জ প্রযোজ্য হবে না।
প্রতিটি লেনদেনের ক্ষেত্রে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রেরিত ওটিপি এবং পিনের প্রয়োজন বিধায় লেনদেনটি সম্পূর্ণরূপে নিরাপদ ও সুরক্ষিত।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version