প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনের কেন্দ্রীয় হুবেই প্রদেশে নতুন করে আরও কমপক্ষে ৮১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ছাড়িয়েছে ৭২২ জনে। চীনের হুবেই প্রদেশ ও বিভিন্ন এলাকায় এই পর্যন্ত ৩৪ হাজার ৫৪৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির ন্যাশনাল হেলথ কমিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম।
দেশটির আঞ্চলিক স্বাস্থ্য কমিশন জানাচ্ছে, চীনের কেন্দ্রীয় হুবেই প্রদেশে নতুন করে আরও কমপক্ষে ৮১ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসটি গত বছরের ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম ধরা পড়ে।যা মাহামারি আকার ধারণ করেছে।
এর আগে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত নতুন আক্রান্ত সংখ্যা বেড়েছে তিন হাজার ১৪৩ জন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) একদিনে রেকর্ড সংখ্যক ৭৩ জনের মৃত্যু ঘটে। তার আগের দিনও সমসংখ্যক লোক মারা যায়। নিহতদের ৬৯ জন হুবেই প্রদেশের। যার মধ্যে ৬৪ জন প্রদেশটির শহর উহানের। যেখান থেকে করোনাভাইরাসটি ছড়িয়ে পড়ে। আক্রান্তের সংখ্যা একদিনে আরও ৩১৪৩ জন বেঁড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১৬১ জনে।
চীনের বাইরেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে জাপানের একটি বন্দরে নোঙর করা প্রমোদতরীতে আরও ৪১ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে। চীনসহ বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।