প্রচ্ছদ কর্পোরেট সংবাদ প্রয়াত প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন-কে এমটিবি ফাউন্ডেশন ১০ম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড...

প্রয়াত প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন-কে এমটিবি ফাউন্ডেশন ১০ম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান

0

ন্যায়ের পথে স্বীয় জীবণ উৎসর্গ করে প্রতিবাদী ও সাহসী কাজের স্বীকৃতিস্বরুপ এমটিবি ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান করা হলো প্রয়াত প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনের পরিবারকে। প্রয়াত প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন ছিলেন বুয়েটের প্রাক্তন ছাত্র ও গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী। ঘুষের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অদম্য ব্যক্তিত্ব মোঃ দেলোয়ার হোসেন কে তার সততার পক্ষে দৃঢ় সংকল্প ও সমাজে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় মনোভাব পোষণের কারণে নিজের জীবণ উৎসর্গ করতে হয়।

এমটিবি’র চেয়ারম্যান, মোঃ ওয়াকিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান, মোঃ আব্দুল মালেক, পরিচালক, রাশেদ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান-এর উপস্থিতিতে, সম্প্রতি এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায়, প্রয়াত প্রকৌশলী দেলোয়ার হোসেনের পরিবারকে একটি সম্মাননা ক্রেস্ট ও চেক প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ, গ্রুপ কোম্পানী সেক্রেটারী, মালিক মুনতাসির রেজা এবং এমটিবি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সিইও, সামিয়া চৌধুরী সহ এমটিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অদম্য সাহসী কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ নিঃস্বার্থ ও নির্ভীক মানুষদের এবং তাঁদের পরিবারবর্গের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এমটিবি, ২০১২ সালে, “ব্রেভারি এন্ড কারেজ অ্যাওয়ার্ড”-এর প্রচলন করে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version