ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ঢাকা দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল এ. কে. এম আমজাদ হোসেন, ঢাকা দক্ষিণের আঞ্চলিক প্রধান মোঃ আব্দুর রশিদ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন। সভায় শাখাসমূহের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং পরবর্তী সময়ের জন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।