প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৯ জন নিহত

ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৯ জন নিহত

0

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছাকাছি একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। গতকাল রোববার একটি রিসোর্টের উপর এ দুর্ঘটনা ঘটে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছোট এ বিমানটি ফিলিপাইনের লাগুনা প্রদেশের কালাম্বা জেলার বারানগে গ্রামে বিধ্বস্ত হয়। রোববার স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত নয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে আট জনই বিদেশি নাগরিক বলে জানিয়েছেন কালাম্বা শহরের জরুরি কর্মকর্তা জেফরি রদ্রিগেজ।

এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহত দুজন মাটিতে ছিলেন, বিমানটি তাদের কাছাকাছি বিধ্বস্ত হয়। আহত দুজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ দেখা যায়, এয়ার অ্যাম্বুলেন্সটি একটি ভবনের উপর আছড়ে পড়ে। নিমিষেই তাতে আগুন ধরে ধোঁয়ার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সাহায্য চেয়ে চিৎকার শুরু করেন।

ফিলিপাইন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দুজন পাইলট ও ছয় জন বিদেশি নাগরিক এ দুর্ঘটনায় নিহত হয়েছে। রাডার বিচ্ছিন্ন হয়ে ২৫ নটিক্যাল মাইল দূরে থাকার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version