প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বগুড়ায় ‘এবি স্মার্ট কৃষি ঋণ’, ১০০০ এর অধিক প্রান্তিক কৃষকের উল্লাস

বগুড়ায় ‘এবি স্মার্ট কৃষি ঋণ’, ১০০০ এর অধিক প্রান্তিক কৃষকের উল্লাস

0
এবি ব্যাংক

“দেশ আজ উন্নয়নের মহাসড়কে, ৪৩০ ইউনিয়নে কৃষক পেল ডিজিটাল ব্যাংকিং সেবা, সময় এখন আমাদের – ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।”
-তারিক আফজাল, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক

এবি ব্যাংক লিমিটেড বগুড়া জেলার সদর উপজেলার ১০০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাগেবুল আহসান রিপু।

এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বীরেন্দ্রনাথ রায়, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, বগুড়া, জনাব মোঃ মতলুবর রহমান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বগুড়া এবং জনাব ফিরোজা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version