প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালনের লক্ষ্যে অগ্রণী ব্যাংক...

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালনের লক্ষ্যে অগ্রণী ব্যাংক এর প্রস্তুতি সভা

0

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুসারে অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক প্রতি বছরের ন্যায় এ বছরও ভাবগম্ভীর ও যথাযোগ্য মর্যাদায় ১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালন উপলক্ষে গত ০৫.০৮.২০২১ তারিখে সকাল ১১.৩০ টায় ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে এমডি এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম এর সভাপতিত্বে একটি প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, অফিসার সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, সিবিএর সভাপতি, সাধারর সম্পাদক ও মুকিÍযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক এবং সদস্য সচিব। সভায় এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামকে আহবায়ক ও সিবিএর সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীনকে সদস্য সচিব করে ‘অগ্রণী ব্যাংক জাতীয় শোক দিবস পালন পরিষদ-২০২১’ নামে কমিটি গঠন করা হয়। উক্ত সভায় মাসব্যাপী কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখযোগ্য কর্মসূচীসমূহ হচ্ছে (১) মাসব্যাপী কালো ব্যাজ ধারণ, তোরণ নির্মাণ, প্রধান কার্যালয়সহ ৯টি সার্কেলে ড্রপডাউন ব্যানার স্থাপন (২) ১৫ আগষ্ট সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ (৩) ১৫ আগষ্ট ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ (৪) ১৫ আগষ্ট দিনব্যাপী কোরানখানি, দোয়া মাহফিল (৫) ১৫ আগষ্ট বিকেল ৩.০০টায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে ‘ বঙ্গবন্ধু তুমি স্বাধীনতা, তুমি বাংলাদেশ ’ শীর্ষক বিষয় ভিত্তিক আলোচনা সভা (৬) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র ২টি Oxygen Concentrator প্রদান (৭) ২২ আগষ্ট ব্যাংক এর কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত,আহত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল (৮) ২২ আগষ্ট টুঙ্গিপাড়ার কোটালীপাড়ায় ১০,০০০ মাস্ক বিতরণ (৯) ৩১ আগষ্ট সিবিএর উদ্যেগে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে মাসব্যাপি কর্মসূচির সমাপ্তি হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version