প্রচ্ছদ বিনোদন বলিউড অভিনেত্রীরা ছবি প্রতি কে কত পারিশ্রমিক নেন?

বলিউড অভিনেত্রীরা ছবি প্রতি কে কত পারিশ্রমিক নেন?

0
বলিউড

বলিউড অভিনেত্রীদের ছবি পিছু পারিশ্রমিক নেয়ায় তালিকা সম্প্রতি প্রকাশ করেছে একটি রেটিং সংস্থা। এই তালিকা অনুযায়ী ভারতীয় নায়িকাদের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন দীপিকা পাডুকোন এবং আলিয়া ভাট। তারা ছবি পিছু নেন ১৫ কোটি টাকা।

দ্বিতীয় সারিতেই আছেন দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফ। তারা পান ছবি পিছু ১২ কোটি টাকা। করিনা কাপুর খানের রেটও একই রকম। ক্যাটরিনা সম্প্রতি সালমান খানের টাইগার ছবিতে ফের আত্মপ্রকাশ করেছেন। অনুষ্কা শর্মা এখন নিয়মিত ছবি না করলেও তার রেট ছবি পিছু আট কোটি টাকা।

এর পরেই আছেন শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধা নিয়ে থাকেন ছবি পিছু সাত কোটি। তাপসী পান্নু অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি করে বিখ্যাত হয়েছিলেন। তিনি ছবি প্রতি নেন পাঁচ কোটি । চার কোটি টাকা নেন কৃতি শানোন আর বিদ্যা বালন। আড়াই কোটি টাকা পারিশ্রমিক পান কিয়ারা আদবানি আর জ্যাকলিন ফারনানদেজ। সারা আলি খান, দিশা পাটানি আর জাহ্নবী কাপুর পান দু কোটি টাকা করে। সব থেকে কম পান অনন্যা পান্ডে। তার পারিশ্রমিক ছবি পিছু দেড় কোটি টাকা।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version