বাংলাদেশ থেকে ইতালিগামী ফ্লাইটে করোনাভাইরাসে সংক্রমিত রোগী পাওয়ায় বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইতালি।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটে বেশিরভাগ যাত্রীদের করোনা শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রাণলয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সময়ে ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করা হবে।
করোনার কারণে দুই মাস বন্ধ থাকার পর গত ১৬ই জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। পরদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রোমে ফিরে যান ২৫৯ জন প্রবাসী। এরপর গত দুই সপ্তাহে হাজারখানেক প্রবাসী বিমানের বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেছেন।