প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম বাংলাদেশে আবারও ফ্লাইট বন্ধ করছে ইতিহাদ

বাংলাদেশে আবারও ফ্লাইট বন্ধ করছে ইতিহাদ

0

বাংলাদেশ থেকে আবারও ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের শেষ দিক থেকে ঢাকা থেকে আর ফ্লাইট পরিচালনা করবে না এয়ারলাইনটি। এয়ারলাইন সূত্র বলছে, দেশে ডলার সংকটে টিকিট বিক্রির টাকা নিতে পারছে না বিদেশি এয়ারলাইনগুলো। এ ছাড়া সম্প্রতি যাত্রী সংকটও দেখা দিয়েছে। এসব কারণে এয়ারলাইনটি এমন সিদ্ধান্ত নিচ্ছে।

জানা গেছে, আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, ২৯ অক্টোবর থেকে ফ্লাইট বন্ধ করবে ইতিহাদ। এর আগেও ১২ বছর কার্যক্রম চালানোর পর ২০১৮ সালের ১ অক্টোবর ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছিল ইতিহাদ।

সংশ্লিষ্টরা বলছেন, বরাবরই বাংলাদেশের রেগুলেশন মানার বিষয়ে বিরোধিতা-উদাসীনতা ছিল এয়ারলাইনটির। ২০১৮ সালে বিদেশি এয়ারলাইনসকে কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশে জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ দেওয়ার বিধান চালু করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শর্ত ছিল, জিএসএ প্রতিষ্ঠানের মালিকানা বাংলাদেশি নাগরিকের হতে হবে। ইতিহাদ এয়ারওয়েজ এই সিদ্ধান্তে আপত্তি জানায় এবং বাংলাদেশে থেকে কার্যক্রম গুটিয়ে নেয় তখন। যদিও পরবর্তী সময়ে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (জিসিএএ) মহাপরিচালক মাধ্যমে সুপারিশ করে বাংলাদেশে আবারও ফ্লাইট শুরু করতে আবেদন করেছিল ইতিহাদ এয়ারওয়েজ।

বাংলাদেশে ইতিহাদ এয়ারওয়েজের এক কর্মকর্তা বলেন, প্রধান কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। তবে কার্যক্রম বন্ধের আশঙ্কা রয়েছে। যেসব যাত্রী ইতিহাদের টিকিট কেটেছেন, তারা চাইলে রিফান্ড নিতে পারবেন। কিংবা আমাদের কোড শেয়ার পার্টনার এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটেও ভ্রমণ করতে পারবেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version