প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বাংলাদেশ কৃষি ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) তে প্রথম স্থান অর্জন

বাংলাদেশ কৃষি ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) তে প্রথম স্থান অর্জন

0

বিশেষায়িত ব্যাংকসমূহের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক গত অর্থ বছরে (২০১৯-২০) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর বার্ষিক পরিবীক্ষণ ও চুড়ান্ত মূল্যায়নে প্রথম স্থান অর্জন করে। কৃষি ব্যাংক বিশেষায়িত ও রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবোচ্চ ৭৯.৯৫ নম্বর প্রাপ্তিতে পরিচালনা পর্ষদ ও ব্যাংক ব্যবস্থাপনাকে অভিনন্দন জানান ব্যাংকের কর্মচারীবৃন্দ। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ৩০ নভেম্বর, ২০২০ তারিখে কেক কাটেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হোসেন প্রধানিয়া এবং পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকগণ।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সময়োপযোগী নির্দেশনা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সুদক্ষ নেতৃত্ব ও তদারকি এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা, দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করায় এ সম্মানজনক অর্জন সম্ভব হয়েছে। এতদ্বিষয়ে ব্যাংক ব্যবস্থাপনা সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভাল করার অভিপ্রায় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version