প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম হওয়ায় সোনালী ব্যাংককে পুরস্কৃত করল অর্থ মন্ত্রনালয়

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম হওয়ায় সোনালী ব্যাংককে পুরস্কৃত করল অর্থ মন্ত্রনালয়

0

দেশের সর্ববৃহৎ রাস্ট্রায়ত্ত্ব বানিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে ২০২০-২১ অর্থবছরের জন্য সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি Annual Performance Agreement (APA) বাস্তবায়নে সকল সরকারি ব্যাংকের মধ্যে প্রথম স্থান অর্জন করায় ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো: আতাউর রহমান প্রধানের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ। গতকাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে এই পুরস্কার প্রদান করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ তার বক্তৃতায় বলেন সোনালী ব্যাংক আগামী দিনগুলোতে আরও ভাল করবে বলে বিশ্বাস করি।

পুরস্কার গ্রহণের পর সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান ব্যাংকের এই অর্জনের সমস্ত কৃতিত্ব দিয়েছেন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের। তিনি বলেছেন সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নির্দেশে এই অতিমারি করোনার মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখার লক্ষ্যে জীবনের ঝুকি নিয়ে কাজ করেছেন। পুরস্কার গ্রহণের সময় সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: মোরশেদুল কবীর, জেনারেল ম্যানেজার সুভাস চন্দ্র দাসসহ বিভিন্ন ব্যাংকের নির্বাহীগণ ও মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ১টি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও ১৭ টি ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২০২১ সম্পাদিত হয়েছিল। এতে রাস্ট্রায়ত্ত্ব ব্যাংক ক্যাটাগরিতে সোনালী ব্যাংক ৯২.৮ পেয়ে অতি উত্তম মানদন্ডে প্রথম স্থান অর্জন করেছে। আরো উল্লেখ্য ২০২০ সালে সোনালী ব্যাংক দেশের ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ ২১৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা করতে সক্ষম হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version