প্রচ্ছদ ব্যাংক-বিমা বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণে সঙ্গে ১০ হাজার ডলার নিতে পূরণ করতে হবে তিনটি ফরম

বিদেশ ভ্রমণে সঙ্গে ১০ হাজার ডলার নিতে পূরণ করতে হবে তিনটি ফরম

0
ডলার

বাংলাদেশ থেকে অন্য দেশে যেতে সঙ্গে ১০ হাজার ডলার নিতে পূরণ করতে হবে তিনটি ফরম। ফরম (এফএমজে) পূরণের পরই ডলার নিতে অনুমতি পাবেন যাত্রীরা।

ফরম তিনটির প্রথমটি বাংলাদেশ ব্যাংকে, শুল্ক (কাস্টমস) কর্তৃপক্ষের কাছে দ্বিতীয় কপি এবং তৃতীয় কপিটি রাখতে হবে যাত্রীর কাছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

গত ৩ ফেব্রুয়ারি জারিকৃত বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, পাসপোর্টে এনডোর্সমেন্ট ছাড়াই একজন বাংলাদেশি নিজের সঙ্গে ১০ হাজার ডলার নিয়ে যেতে পারবেন। একইভাবে বিদেশিরাও নিজের সঙ্গে একই পরিমাণ অর্থ নিয়ে আসতে পারবেন। তবে অধিক স্বচ্ছতার জন্য আজ ফরম পূরণের নীতিমালা জারি করল বাংলাদেশ ব্যাংক।

এর আগে ঘোষণা ছাড়া সর্বোচ্চ ৫ হাজার ডলার নিয়ে আসা বা নিয়ে যাওয়ার সুযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক ৩ ফেব্রুয়ারি বৈদেশিক লেনদেন নীতিমালা সংশোধন করে এ সীমা বাড়িয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version