করোনাভাইরাসের কারণে যারা বাংলাদেশ বিমানের টিকেট কেটে ভ্রমণ করতে পারেননি তাদের টিকেটের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের যাত্রীদেরকে এই বিশেষ সুযোগ দিয়েছে রাষ্ট্রয়ত্ব বিমান সংস্থাটি।
বিমানের ব্যবস্থাপনা পরিচাল মোকাব্বির হোসেন একটি অনলাইন বার্তায় জানিয়েছেন, যে সকল যাত্রীরা কোভিড-১৯ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট কেটেও ভ্রমণ করতে পারেনি তারা অব্যবহৃত টিকেট আগামী ১৪ মার্চ ২০২১ সাল পর্যন্ত কোন প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন অথবা এর মধ্যে মূল্য ফেরত নিতে পারবেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে জানুয়ারি থেকে যাত্রী কমতে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। ফেব্রুয়ারি থেকে ফ্লাইট সংখ্যাও কমে যায় সংস্থাটির। এরপর মার্চ মাসে বিভিন্ন আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান বাংলাইদেশ এয়ারলাইন্স। ২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট পরিচালনার পর আর আকাশে ডানা মেলেনি বিমান। গত এপ্রিল থেকে বেশকিছু বিশেষ ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান এয়ারলাইন্স।