প্রচ্ছদ বিশেষ খবর বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ২ কোটি ৩৮ লাখের উপরে

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ২ কোটি ৩৮ লাখের উপরে

0
বিশ্বজুড়ে

বিশ্বব্যাপী গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৮ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৮ লাখ ১৬ হাজারের বেশি। তবে করোনা থেকে সুস্থতার হারও বেশ ভালো। ৯৫ শতাংশ বা ১ কোটি ৬৩ লাখের বেশি কোভিড রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। করোনায় বিপর্যয় নেমে এসেছে বৈশ্বিক পর্যটনে। জাতিসংঘ বলছে, গেল পাঁচ মাসে এ খাতে ৩২ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। ইতালির তৈরি করোনার সম্ভাব্য টিকার ট্রায়াল শুরু হয়েছে। গাজায় একটি কমিউনিটির মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় সেখানে লকডাউন জারি করা হয়েছে। হংকংয়ে এই প্রথম এক ব্যক্তি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। খবর রয়টার্স, বিবিসি ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

মঙ্গলবার পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩০৩ জন। মারা গেছেন ৮ লাখ ১৭ হাজার ৬২৭ জন। অবস্থা আশঙ্কাজনক ৬১ হাজার ৬৭৯ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৫৫৯, মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৪৪ জনের।

পরিসংখ্যান অনুযায়ী আক্রান্ত ও মৃতের দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪৮৪ জন। একই সময়ে মারা গেছেন ৫১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৫৯ লাখ ১৬ হাজার ৫৯ জন, মারা গেছেন ১ লাখ ৮১ হাজার ১১৭ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন, মৃত্যু হয়েছে ৬৭৯ জনের। এতে দেশটিতে মোট রোগীর সংখ্যা ৩৬ লাখ ২৭ হাজার ২১৭ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৫১ জনের।

বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ৬৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৮৫৪ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ৩১ লাখ ৭০ হাজার ৯৪২ জন, মারা গেছেন ৫৮ হাজার ৫৭০ জন।

চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ৯ লাখ ৬৬ হাজার ১৮৯ জন, মারা গেছেন ১৬ হাজার ৫৬৮ জন।

পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৬ লাখ ১১ হাজার ৪৫০ জন, মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৫৯ জনের।

ষষ্ঠ স্থানে পেরুতে মোট রোগী ৬ লাখ ৪৩৮ জন, মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮১৩ জনের। সপ্তম স্থানে থাকা মেক্সিকোয় মোট আক্রান্ত ৫ লাখ ৬৩ হাজার ৭০৫ জন, মৃত্যু হয়েছে ৬০ হাজার ৮০০ জনের।

হংকংয়ে এক ব্যক্তি দ্বিতীয়বার আক্রান্ত : প্রায় সাড়ে চার মাস আগে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা এক ব্যক্তি ফের এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। হংকংয়ের এই বাসিন্দার দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার খবর আসার পর সেখানকার বিজ্ঞানীরা বলেছেন, অল্প কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা এটি। তারা বলেছেন, ভাইরাসের জিনগত সিকোয়েন্সিংয়ে দেখা গেছে, ওই ব্যক্তির শরীরে ভাইরাসের দুটি প্রজাতি পাওয়া গেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, একজন রোগীর ওপর ভিত্তি করে এ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।

ইতালির টিকার ট্রায়াল শুরু : ইতালির তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য টিকার হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। সোমবার রোমের স্প্যালানজানি হাসপাতালে ৫০ বছর বয়সি এক নারীর শরীরে প্রথম দেয়া হয়েছে এই টিকা। টিকাটির ট্রায়াল সফলভাবে শেষ হলে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে ইতালি।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version