প্রচ্ছদ বিশেষ খবর বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়ালো ১২ লাখ ৫ হাজার

বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়ালো ১২ লাখ ৫ হাজার

0

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়ালো ১২ লাখ ৫ হাজার। গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্ব।

নতুন করে চার লাখ ৩৬ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। সবমিলিয়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার কোটি ৬৮ লাখের ওপরে।

সোমবার (০২ নভেম্বর) সর্বোচ্চ ৫শ’র মতো মৃত্যু দেখেছে ভারত; দেশটিতে করোনায় মোট প্রাণহানি হয়েছে এক লাখ ২৩ হাজারের মতো। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৮ জন মারা গেছেন মেক্সিকোতে। দিনের হিসাবে করোনায় ৪৩৪ জনের মৃত্যু ইরানের জন্য রেকর্ড।

অবশ্য গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭১ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে; এদিন মারা যায় ৪শ’ মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো দু’লাখ ৩৬ হাজার।

ইউরোপের দেশগুলোতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী; যে কারণে প্রতিদিনই বাড়ছে কড়াকড়ি-লকডাউন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version