প্রচ্ছদ বিশেষ খবর বিশ্বেব্যপী করোনায় মৃত্যু ২৯ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে

বিশ্বেব্যপী করোনায় মৃত্যু ২৯ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে

0
করোনা ভাইরাসে

বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার বিশ্বজুড়ে মারা গেছে ১৩ হাজারেরও বেশি মানুষ। একদিনে সাত লাখ ৩৭ হাজারসহ বিশ্বে মোট করোনা শনাক্ত এখন ১৩ কোটি ৪৫ লাখের বেশি।

ব্রাজিলে করোনায় মারা গেছে চার হাজার একশ ৯০ জন। দেশটিতে করোনায় মোট মৃত্যু তিন লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে।

এদিকে ভারতে করোনা সংক্রমণে রেকর্ডের পর বৃহস্পতিবার মুখ্য মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহামারি মোকাবিলায় ব্যাপক হারে করোনা পরীক্ষা এবং টিকা দেয়াকে গুরুত্ব দিয়েছেন তিনি।

এদিকে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, ভারতের কাছে এখন ৪ কোটি ৩০ লাখের বেশি করোনা টিকার ডোজ রয়েছে। দেশটিতে এ পর্যন্ত এক কোটি সাড়ে ৩০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে এক লাখ ৬৭ হাজারের বেশি। আগামীকাল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত দেশটির বেঙ্গালুরুসহ ছয়টি শহরে রাত্রীকালীন কারফিউ জারি হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version