প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম বিশ্বের ২৪টি দেশ থেকে ওমানে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ

বিশ্বের ২৪টি দেশ থেকে ওমানে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ

0

বাংলাদেশসহ বিশ্বের মোট ২৪টি দেশ থেকে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট নিষিদ্ধ করেছে ওমান। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশগুলো থেকে ফ্লাইট বন্ধ থাকবে বলে ওমান সরকারের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) পিটিআই এ তথ্য জানিয়েছে।

তথ্যে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তালিকায় দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নামও রয়েছে।

এছাড়া বাকি দেশগুলো হলো যুক্তরাজ্য, তিউনিসিয়া, লেবানন, ইরান, ইরাক, লিবিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, সুদান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, সিয়েরা লিওন, নাইজেরিয়া, গিনি, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিল।

বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে যাত্রী পরিবহনে ওমান সেই ২৪ এপ্রিল প্রথম নিষেধাজ্ঞা জারি করে। এখন আরও কয়েকটি দেশ যুক্ত করে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ করা হল।

বুধবার দেশটিতে ১ হাজার ৬৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত ২ লাখ ৮০ হাজার ২৩৫ জন।
নতুন রোগটিতে ওমানে এখন পর্যন্ত ৩ হাজার ৩৫৬ জন মারা গেছেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version