প্রচ্ছদ বিশেষ খবর বেসরকারি স্কুলে ভর্তিতে শূন্য থাকছে ৬ লাখ আসন

বেসরকারি স্কুলে ভর্তিতে শূন্য থাকছে ৬ লাখ আসন

0
স্কুল

বেসরকারি স্কুলে ভর্তিতে প্রায় সাড়ে ৯ লাখ আসনের মধ্যে ৬ লাখ শূন্য থাকছে। দেশের দুই হাজার ৯০৭টি বিদ্যালয়ে তিন লাখ ৬৪ হাজার ৭০৭ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। বাকি আসনগুলোতে ভর্তির জন্য কেউ আগ্রহ প্রকাশ করেনি। শনিবার (১৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বেসরকারি স্কুলে ভর্তিতে গত ২৫ নভেম্বর অনলাইন আবেদন শুরু হয়। আবেদন চলে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। বেসরকারি স্কুলের ভর্তি লটারি আগামীকাল ১৯ ডিসেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত নায়েম ভবনে আয়োজন করা হবে।

সংশ্লিষ্ট জানান, ২০২২ সালের বেসরকারি স্কুলে ভর্তি কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হচ্ছে। সারাদেশের ২ হাজার ৯০৭টি স্কুলে ভর্তির জন্য ৯ লাখ ৪০ হাজার ৮০৭ শূন্য আসনে ৭ লাখ ১৪ হাজার ৮২১টি বিদ্যালয়ে ভর্তির জন্য পচ্ছন্দক্রম অনুসারে আবেদন এসেছে। এতে মোট ৩ লাখ ৬৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।

জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক শনিবার বলেন, গত বৃহস্পতিবার বেসরকারি স্কুলে ভর্তির অনলাইন আবেদন শেষ হয়। আগামীকাল টেলিটক মোবাইল কোম্পানির তত্ত্বাবধানে কেন্দ্রীয়ভাবে ভর্তির লটারি আয়োজন করা হবে।

তিনি বলেন, সরকারি স্কুলে ভর্তিতে আসনপ্রতি ১৩ জনের বেশি আবেদন করলেও বেসরকারিতে মোট আসনের তিনের একাংশ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। যেসব স্কুলে ভর্তির জন্য কোনো আবেদন করবে না সেসব প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে কারণ জানতে চাওয়া হবে।

তবে কোনো শিক্ষার্থী যদি আবেদনের বাইরে থাকে তবে আবারও নতুন করে সুযোগ দেওয়া হবে। সেই আবেদন শেষে আবারও ভর্তির জন্য লটারি আয়োজন করা হবে।

এদিকে, গত বৃহস্পতিবার সরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন। কোটা অনুযায়ী বিকেল ৩টা থেকে লটারি কার্যক্রম শুরু হয়, রাতের মধ্যে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version