প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ব্যাংক এশিয়া ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

ব্যাংক এশিয়া ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

0
ব্যাংক এশিয়া

কৃষিখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক এশিয়া ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫ মার্চ ২০২৩ তারিখে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের মাটি, পানি ও পরিবেশ বিভাগ কর্তৃক গৃহীত “বাংলাদেশের উপকূলীয় লবণাক্ত মাটির গঠন এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিকল্পে অভিনব ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা পদ্ধতির প্রবর্তন” শীর্ষক তিন বছরব্যাপী গবেষণা প্রকল্পে ব্যাংক এশিয়া সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় সহযোগিতা করবে। ব্যাংক এশিয়ার এসইভিপি জনাব তাহমিদুর রশীদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অমিত রায় চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে
চুক্তিতে স্বাক্ষর করেন।

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন, পিএইচডি, সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version