প্রচ্ছদ ব্যাংক-বিমা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক খোলা থাকবে শনি ও বুধবার – চট্টগ্রামে

ব্যাংক খোলা থাকবে শনি ও বুধবার – চট্টগ্রামে

0

ব্যাংক খোলা থাকবে আগামীকাল শনি (৩১ জুলাই) ও বুধবার (৪ আগস্ট) চট্টগ্রামের কিছু শাখা । এসব শাখায় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (২৯ জুলাই) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।

প্রসঙ্গত, শনিবার সাপ্তাহিক ছুটির দিন। এদিন সাধারণত ব্যাংক বন্ধ থাকে। আর করোনাভাইরাস মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধের আওতায় বুধবার ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক খোলা থাকবে মূলত আগ্রবাদ ও খাতুনগঞ্জ এলাকার বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো। নতুন নির্দেশনা অনুযায়ী, আমদানি ও রফতানিবাণিজ্য নির্বিঘ্ন রাখার জন্য এই দুই দিন খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রফতানি ও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন ও সার্বক্ষণিক চালু রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থবিধি মেনে এসব শাখা খোলা রাখতে হবে। বেলা ৩টা পর্যন্ত লেনদেন চললেও আনুষঙ্গিক কাজের জন্য শাখাগুলো খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে বাংলাদেশ ব্যাংক এক সিদ্ধান্তে জানায়, করোনাভাইরাস মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী রবিবার (১ আগস্ট) ও বুধবার (৪ জুলাই) দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version