প্রচ্ছদ পুঁজিবাজার ব্লক মার্কেটে ১০টি কোম্পানির লেনদেন ১২ কোটি টাকার উপরে

ব্লক মার্কেটে ১০টি কোম্পানির লেনদেন ১২ কোটি টাকার উপরে

0

গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছিল। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ ১২ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডের। কোম্পানিটির মোট ৪ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। কোম্পানির ৩ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির মোট ২ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

এছাড়া ব্লকে অন্যান্য কোম্পানিগুলো লেনদেন হয়েছে– আল-হাজ্জ টেক্সটাইলস ৫ লাখ ৫৬ হাজার, আনোয়ার গালভালাইজিং লিমিটেড ১৫ লাখ ৪৮ হাজার, ফু ওয়াং ফুড ৬৯ লাখ ৫৬ হাজার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৬ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২৪ লাখ ৫০ হাজার, সিলকো ফার্মাসিউটিক্যালস ৫০ লাখ ৫৬ হাজার ও স্ট্যান্ডার্ডস সিরামিক লিমিটেড ৮ লাখ ৫৫ হাজার টাকার।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version